
নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই ফেব্রুয়ারি, বু্ধবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁ’র উপ পরিচালক নূর মোহাম্মদ।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, সহকারী পরিচালক মো. গওসল আজম, মুক ও বধির কল্যাণ সংঘের সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারী, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিন। ইশারা ভাষায় বক্তব্য রাখেন মুক ও বধির কল্যাণ কেন্দ্রের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিবার্তা/শামীনূর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]