রাজশাহীতে সার্কেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০
রাজশাহীতে সার্কেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সার্কেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রেঞ্জের ৮টি জেলার সকল সার্কেল অফিসার ও ডিআইও-১ নিয়ে সার্কেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ পুলিশের মান্যবর ডিআইজি মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।


এসময় তিনি মামলাসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও তড়িৎ তদন্ত নিষ্পত্তিকরণ, থানায় আগত সেবা প্রার্থীদের প্রতি সদাচরণ ও সেবা প্রদান নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা রুজুর সাথে সাথে পুলিশ অফিসারের ভিজিট নিশ্চিত করা, দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করা এবং অসাধু মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।


বিবার্তা/রানা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com