
ঝিনাইদহের কালিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ডেন্টালে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১১ টায় কালীগঞ্জ পৌর এলাকায় ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টালে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ফিরোজ ডেন্টালের স্বত্বাধিকারী ফিরোজ গা ঢাকা দেয়। পরে তার সহকারী জামান এসে অভিযান পরিচালনাকারী টিমের কাছে জরিমানা পরিশোধ করেন।
জানা যায়, ত্রুটিপূর্ণ দাঁতের পরিবর্তে ভাল দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের অপরাধে ফিরোজ ডেন্টালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৪০ হাজার টাকা ও পার্শ্ববর্তী ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি দাঁতের চিকিৎসা প্রদান করে আসছে।
এসময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব এবং পুলিশ সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]