
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জহুরুল মাস্টার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ইয়ানুর হোসেন (৬০), সাইফুল ইসলাম (৫০) ও তরিকুল ইসলামকে(৪৫) কে দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়ানুর হোসেনের সাথে জহুরুল মাস্টারের বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে ইয়ানুর হোসেন আদালতের রায় পেয়ে জমি বুঝ করে নিতে গেলে জহুরুল মাস্টার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাঁধা সৃষ্টি করে।
আহত সাইফুল ইসলাম জানান, মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। আমরা আদালতের রায় পেয়ে আমাদের জমি ছাড়ার কথা বললে জহুরুল মাস্টার, মূসা, নিসারুল, সবুজ, হেলাল, সামাউল, সাকু সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে আমাদের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, তিন ভাইকে আহত করার ঘটনায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]