
বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম পবিত্র কুমার (৫২)। তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ণ চন্দ্রের সন্তান।
৩ ফেব্রুয়ারি, শনিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল এলাকাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী পবিত্র কুমার শনিবার রাতে ধানের চারা নিয়ে মোটরসাইকেল যোগে নিজের বাড়ি ফিরছিলেন। পথের মাঝে ইন্দইল নামক স্থানে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করা হয়েছে। নিহতের পরিবারের নিকট খবর প্রেরণ হয়েছে। এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]