
খুলনার বটিয়াঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. করির মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে উপজেলার নোয়াইলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. রাসেদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে জমি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সুফিয়া বেগম কোদাল দিয়ে কবীর মোল্লার মাথায় আঘাত করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, এ ঘটনায় সুফিয়া বেগমকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/তুরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]