রাজশাহীতে ছিনতাইয়ের সময় আটক ২
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫
রাজশাহীতে ছিনতাইয়ের সময় আটক ২
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় গণকবর এলাকায় ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মোহন আরাফাত রিপন (২১) ও মো: হাসিব তন্ময় (১৯)।


আরাফাত রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুরের মো: আব্দুল খালেকের ছেলে ও হাসিব একই থানার নতুন বুধপাড়ার মো: হাসানের ছেলে।


জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশে বাগানে দাঁড়িয়ে তার বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এসময় আসামি আরাফাত ও হাসিব এসে ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সেই শিক্ষার্থী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ক্যাম্পাসে টহলরত মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি আরাফাত ও হাসিবকে আটক করে।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com