
রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় আকবর মল্লিক (৬০) নামে বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে ।
২ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল চালক আকবর মল্লিক (৬০) রাজবাড়ী সদর থানার খানখানা পুর এলাকার মুকুন্দিয়া গ্রামের মোনছের মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানায়, আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে সে গোয়ালন্দ বাজার থেকে খানখানা পুর নিজ বাড়ির দিকে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় আসলে পিছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ঘটনা শোনার পর পর পুলিশ সেখানে পাঠানো হয়েছে। বাস আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]