
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় হৃদরোগে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মো. এখলাস মিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। এখলাস মিয়া নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।
হাবিবুল্লাহ রায়হান জানান, এর আগে একই দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর মরদেহ তাদের স্বজনরা নিয়ে যান।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]