
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল সাকিবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি, বুধবার কুষ্টিয়া শহরের ১০০ জন শীতার্তকে এ কম্বল দেওয়া হয়।
বিতরণ কাজে আরো উপস্থিত ছিলেন লালন শাহ ছাত্রাবাস ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল সাকিব বলেন, কুষ্টিয়া উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবুউল আলম হানিফ এমপি মহোদয় এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ভাইয়ের পক্ষ থেকে আজকে শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করলাম।
তিনি বলেন, আমরা যারা ছাত্রলীগ করি তারা সবসময়ই মানব সেবায় নিয়োজিত থাকি। দেশের যেকোনো দুর্যোগে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই।
বিবার্তা/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]