
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের বিভিন্ন চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
৩১ জানুয়ারি, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাদ্যমন্ত্রী ঢাকা থেকে যশোর হয়ে সরাসরি কুষ্টিয়ার খাজানগরে যান এবং বিভিন্ন চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় ১৫০টন অবৈধভাবে গম মজুদ রাখায় সুবর্ণা এগ্রো ফুডের ২টা গোডাউন সিলগালা করেন জেলা প্রশাসন।
পরিদর্শনকালে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজাসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিক, আমদানীকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে যোগ দেন।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]