
তিতাস রায়কে সভাপতি ও আমিমুল এহসানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিকসহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৮ জানুয়ারি, রবিবার বিকেলে সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের পৌর বিপণীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও সাধারণ সম্পাদক প্রণব দাসের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
তিতাস রায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও আমিমুল এহসান বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।
জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব দাস জানান, আশা করি এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সহকারী শিক্ষকদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]