
নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
২৭ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
নরসিংদী মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত খেলায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. বদিউল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।
নরসিংদী মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনার প্রাঙ্গণে এ টুর্নামেন্টে ২৫টি একক দল এবং দ্বৈত ৪১টি দল অংশ গ্রহণ করছে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
বিবার্তা/কামাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]