
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সামসু মিয়া (৬৫) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
সামসু মিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে। তিনি কালিয়াকৈরে থাকতেন। তার কয়েদি নং- ৬৪৫১/এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়। বৃহস্পতিবার ভোরে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টায় তিনি মারা যান।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]