
সাভারে এক অটোরিকশা চালকের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সাভার মডেল থানার পুলিশ জানায়, গেল বছরের ৩ নভেম্বর ঢাকার ধামরাইয়ের রুপনগর এলাকার নিজ বাড়ি থেকে আশরাফুল হোসেন নামের (১৭) ওই অটোরিকশা চালক প্রতিদিনের মত ভাড়ায় যাত্রী নিয়ে বের হন। পরে তিনি সেই দিনেই নিখোঁজ হন। পরে যাত্রীবেশী দুর্বৃওরা ওই দিনেই অটোরিকশা চালককে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মাখুলিয়া গ্রামের আকসির নগর এলাকায় মাটিতে পুঁতে রাখে।
এঘটনায় নিহতের পরিবার ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ৯ নভেম্বর তার মাটি চাপা লাশ উদ্ধার করে।
এঘটনায় ধামরাই থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন হত্যাকারী সাদ্দাম হোসেন (৩২),শাকিল খান (২৩) ও সাকিবকে (২১) গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বেলচা ও অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়,অটোরিকশা ছিনতাই করার জন্য মূলত আশরাফুলকে হত্যা করে ঘাতকরা। সকালে আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]