
নাটোরের সিংড়ায় ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনকালে এস্কেভেটরের আঘাতে হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভেকু কন্ট্রাক্টর নিহত হয়েছে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় তালঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপোতা গ্রামের মৃত মুনছের আলীর বড় ছেলে।
ঘটনার পরে এস্কেভেটর ড্রাইভার দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহতের লাশটি তার নিজ বাড়িতে নিয়ে যায়।
সিংড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। নিহতের লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]