
পিরোজপুরের ইন্দুরকানীতে গরুর পায়ের রগ কাটার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জানুয়ারি, রবিবার দুপুরে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের রফিকুল ইসলাম পান্নুর একটি গাভী মাঠে প্রতিপক্ষ নুর মোহাম্মাদের সবজি ক্ষেতে গিয়ে সবজি খেয়ে ফেলে। এসময় প্রতিপক্ষ নুর মোহাম্মাদ হাওলাদার ধারালো দা দিয়ে গাভীটির পিছনের ডান পায়ে কোপ দিয়ে রগ কেটে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে পান্নুর ছেলে সোহান হাওলাদার প্রতিপক্ষ নুর মোহাম্মাদের ছোট ভাই আঃ বারেককে থাপ্পড়, কিল-ঘুসি দেয়। এসময় আঃ বারেক হাওলাদারের ডান চোখে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মাদকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
এব্যাপারে রফিকুল ইসলাম পান্নু জানান, আমার একটি গাভী পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকলে প্রতিপক্ষ নুর মোহাম্মাদ গাভীটির পায়ের রগ কেটে দেয়। এ বিষয় ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছি।
নুর মোহাম্মাদের ভাই আঃ বারেক জানান, দুই পক্ষের তর্কাতর্কি দেখে আমি ঘটনাস্থলে গেলে রফিকুল ইসলামের ছেলে আমাকে মারধর করে। এতে আমার ডান চোখে গুরুতর আঘাত লাগায় আমি এখন চোখ মেলতে পারছি না।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গরুর পায়ের রগ কাটায় একজনকে আটক করা হয়েছে। এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/তাওহিদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]