ঝালকাঠিতে দম্পতিকে কুপিয়ে জখম
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭
ঝালকাঠিতে দম্পতিকে কুপিয়ে জখম
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিবেশীদের বিরুদ্ধে।


২১ জানুয়ারি, রবিবার সকাল ১০টায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগীর নাম জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। অভিযুক্তরা হলেন একই বাড়ির উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা।


আহতদের ছেলে হিরোন বলেন, সকালে তারা আমাদের জমির গাছ কাটছিলো, আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে লাঠি দিয়ে আমার বাবাকে পেটানো শুরু করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে তাকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।


এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে গেলে এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com