
বাগেরহাটে রামপালে আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১৮ জানুয়ারি রাত সোয়া ১২টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ধর্ষক সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে।
আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে ১৮ জানুয়ারি বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যক্তির ২য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিল। গত ১০ জানুয়ারি বিকাল অনুমান সোয়া ৪টার সময় ভিকটিমকে আসামি সিরাজুল স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপীড়নের চেষ্টা করে।
মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার শরণাপন্ন হন। রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্র জানান, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামি আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জাহিদ/রোমেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]