
ঝিনাইদহের শৈলকুপাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকানের ভিতরে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১৯ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।
আহত তিনজনের মধ্যে একজনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে একজনের নাম সিয়াম (২২)। তিনি উপজেলার চড়িয়ালবিল এলাকার মিরাজের ছেলে। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় চারটি দোকান সম্পূর্ণভাবে ভেঙ্গে যায় এবং একটি দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকের একপাশে ধাক্কা দেয়। সে সময় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠায়।
শৈলকূপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা একজন আহতকে হাসপাতালে পাঠিয়েছি।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]