
নড়াইলে পিস্তলসহ একাধিক মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
নূর নবী শেখ ওরফে নুরুল ইসলাম মিয়া নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতার নুরুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার ও সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে নড়াইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে বলেন, র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। নুরুল ইসলামের বিরুদ্ধে নড়াইল সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]