
ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে ৪০পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
১৭ জানুয়ারি, বুধবার সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
আটককৃত চোরাকারবারি- রিমন হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
৫৮ বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে অ্যাম্বুশ নিয়ে বসে থাকে। এরপর তারা দেখতে পান ২ জন চোরাকারবারি পায়ে হেটে সীমান্তের দিকে যাচ্ছে।
বিজিবির অভিযানিক দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। চোরাকারবারিদের মধ্যে ১ জন ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর চোরাকারবারি রিমনকে আটক করতে সমর্থ হয়।
তিনি আরো বলেন, চোরাকারবারিদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতরে খাকী রং এর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম (৪০টি স্বর্ণের বার) জব্দ করে। আটকৃত স্বর্ণের বারের বাজার মূল্য চার কোটি পাঁচ লক্ষ টাকার উপরে। আটককৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]