
রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের বিপরীতে থাকা মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় নিহত শারমিনের স্বামী মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
ওসি মশিউর গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়াও দুজন নিখোঁজ বলে দাবি করেছেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি। তিনি এ মামলাটি করেছেন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। কারো দায়িত্বে অবহেলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, আমরা আগুনে পুড়ে দগ্ধ হয়ে নিহত দুইজনের পরিচয় না পাওয়ায় নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করতে পারিনি।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার একটু পর বস্তিটিতে আগুন লাগে। এতে পুড়ে গেছে দেড় শতাধিক কাঁচা ঘর। আগুনে পুড়ে মারা গেছেন মা ও ছেলে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]