
নেত্রকোনা পৌরশহরে ছেলের মোটরসাইকেল থেকে পরে মা নিহত হয়েছেন। ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি।
নেত্রকোনা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় ৪ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৫৫)। তিনি পূর্বধলার জারিয়া ইউনিয়নের ঢেওটুকুন গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বাড়ি থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে শহরের সাতপাইয়ের বিলপাড়ে বড় ভাই লুৎফুর রহমানের বাসায় যাচ্ছিলেন রাবেয়া খাতুন। পথে সাতপাই রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের সঙ্গে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়, এতে দুই দিকে ছিটকে পড়েন মা ও ছেলে। এ সময় উলটো দিকে থেকে যাওয়া কয়লাবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাবেয়া খাতুন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ওসি।
বিবার্তা/জনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]