
ময়মনসিংহের গৌরীপুর সরকার দলীয় লোকজনের নামুখী চাপ ও ভোটের পরিবেশ নেই এমন অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ময়মনসিংহ-৩ ( গৌরীপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি জাপার চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অভিযোগ করেন, ‘নির্বাচনে তার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলা এবং কার্যালয় ভাঙচুর করা হয়েছে অব্যাহতভাবে। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা নেই। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে বোকাইনগর ইউনিয়নে আমার নির্বাচনি ক্যাম্পে অস্ত্রধারীরা হামলা করেছে, তাই নির্বাচন করবো না। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার অভিযোগ করেও কোনো সহযোগিতা পাইনি।’
তিনি আরও বলেন, ‘এ নির্বাচন এক পেসে নির্বাচন। এ কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার (সরে দাঁড়ালাম) করে নিয়েছি। আজ থেকে আমার প্রতীকের জন্য আর কোনো নির্বাচনি প্রচারণা চালাবো না।’
ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রাজনীতি থেকে সরে দাঁড়াবো না। আমি বাড়িসহ এলাকায় বিনামূল্যে যে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলাম তা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীরাও তাদের যেকোনো সমস্যায় আমাকে ডাকলে কাছে পাবেন।’
এ সময় ঢাকা মহানগর উত্তর জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক সাজ্জাত হোসেন আক্কাছ, পেশাজীবী পরিষদের যুগ্ম কৃষিবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান, সোহেল রানা, বোকাইনগর জাতীয় পার্টির সদস্য মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/হুমায়ুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]