তৃণমূল বিএনপির প্রার্থীর কর্মীকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ২০:০২
তৃণমূল বিএনপির প্রার্থীর কর্মীকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে তৃণমূল বিএনপি প্রার্থী উশ্যেপ্রু মারমার প্রার্থীর সমর্থকদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।


হামলায় মোটরসাইকেল, প্রচারণায় ব্যবহৃত নোহা গাড়ি ভাঙচুরসহ কর্মীদের মারধর করা হয়েছে বলে জানান তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা।


এ সময় তিনি বলেন,পানছড়ির দুধকছড়া এলাকায় একটি মারমা পাড়ায় উঠান বৈঠক করার সময় বেশ কয়েক জন যুবক হামলা চালায়।


এ সময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে আহত করার তিনি ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে অভিযোগ আনেন।


পানছড়ির থানার ওসি মো. শফিউল আজম বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এই দিকে এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমাসহ তার সমর্থকেরা খাগড়াছড়ি শহরের বিক্ষোভ মিছিল করে জড়িতদের শাস্তি দাবি করেন।


বিবার্তা/মামুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com