শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায়: আমু
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ২২:৪৬
শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায়: আমু
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকার মানুষের ভোটে বিশ্বাসী। দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ভোট দিতে চায় বলেই এই সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।


২১ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুলকাঠি ইউনিয়নে দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র কমিটি সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।


তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে তাতে মানুষ আবারও নৌকায় ভোট দেবে।


কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম। নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com