ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা অফিসে হামলা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭
ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা অফিসে হামলা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণার শুরুতেই স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আমানুর রহমান রানার (ঈগল প্রতীক) নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সর্মথকদের বিরুদ্ধে।


সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।


স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক এমপি আমানুর রহমান খান রানা জানান, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে নৌকার কর্মীরা তার দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। বাঁধা দিতে গিলে এসময় তার ৫ নেতাকর্মীকে মারপিট করেছে।


সাবেক এমপি আরও বলেন, এ বিষয়ে তিনি ঘাটাইল থানা ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।


স্থানীয়রা জানায়, রাতে কে বা কারা মোটরসাইকেলের একটি বহর এসে স্বতন্ত্রপ্রার্থী রানার অফিস ভাঙচুর করে। এসময় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীরা বাঁধা দিলে তাদের মারপিট করে। তবে তাদের ধারণা নৌকা প্রতীকের লোক হবে বলে জানায়।


এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীকের প্রার্থী) ডা. কামরুল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম মিঞা পিপিএম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা-অপরাধ যেই করুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/ইমরুল/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com