চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০২
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অভিযোগে চুয়াডাঙ্গার চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে জেলার জীবন নগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।


তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আন্দুলবাড়িয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাংস, পেঁয়াজ, কাঁচামালের আড়ত, খুচরা, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় বাজারে মাংস, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দাম, মূল্যতালিকা ও ভাউচার যাচাই করা হয়।


এ সময় মেসার্স ইনা মাংসের দোকানে মূল্যতালিকা না থাকা ও যথাযথভাবে মাংস সংরক্ষণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ইনামুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স কবির স্টোরের মালিক মো: কবির হোসেনকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা, মেসার্স নজরুল স্টোর এর মালিক মো: নজরুল ইসলামকে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোর এর মালিক মো: জাকির হোসেনকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরও বলেন, এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের এই অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


বিবার্তা/সাঈদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com