গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬
গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি পালন করে।


৯ ডিসেম্বর, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।


এসময় বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।


সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com