চিলমারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৭
চিলমারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় কুড়িগ্রামের চিলমারীতে ৩টি কেন্দ্রে ৭টি কিন্ডার গার্টেন স্কুলের বিভিন্ন শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু করা হয়। প্রাথমিকের ৫শ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা না থাকায় কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।


জানা গেছে,দেশে চলমান কিন্ডার গার্টেন স্কুলসমূহ সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের আওতায় বিভিন্ন সোসাইটির অন্তর্ভূক্ত এলাকাসমুহে এক যোগে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি সদস্যভুক্ত স্কুল সমুহের পরীক্ষাও শুরু করা হয়। শুক্রবার উপজেলার ৭টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬৮১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৩টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো-শিশু নিকেতন চিলমারী, শিশু কানন বিদ্যা নিকেতন ও ফুলকলি মেরিট কেয়ার স্কুল। রুটিন অনুযায়ী শুক্রবার সকালে বাংলা বিকেলে ইংরেজি ও শনিবার সকালে গণিত এবং বিকেলে পরিবেশ পরিচিতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রাথমিকের ৫শ শ্রেণি সমাপনী ও বৃত্তি পরীক্ষা না থাকায় কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।


কিন্ডার গার্টেন এসোসিয়েশন চিলমারী শাখার সভাপতি মো.আব্দুর রউফ সরকার জানান, প্রাথমিক শিক্ষায় কিন্ডার গার্টেন স্কুল সমুহ ব্যাপক অবদার রেখে চলছে। বর্তমানে শিশু শিক্ষার্থীদের প্রতিযোগীতার বিশেষ কোন ক্ষেত্র নেই। তাই নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কিন্ডার গার্টেন স্কুল সমুহের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতি ব্যাপক।


বিবার্তা/রাফি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com