রাজশাহীতে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭
রাজশাহীতে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ আরমান হোসেন (৪০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


৪ ডিসেম্বর, সোমবার বিকাল ৩টায় চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতার মাদককারবারি মোঃ আরমান হোসেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আঃ গফুরের ছেলে।


৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।


তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানতে পারে, নারিকেল বাড়িয়া এলাকায় একদল মাদককারবারি মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।


এসময় মাদককারবারি আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাস-সহ অপর দুই আসামি পালিয়ে যায়। তবে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।


জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদকসহ অন্যান্য আইনে ৭টি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


এ ব্যাপারে গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com