ঘূর্ণিঝড় মিধিলি
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৩
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার গভীর সমুদ্র থেকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।


১৮ নভেম্বর, শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, ১৪ নভেম্বর ২০২৩ এফ বি ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এর টেকপাড়া এলাকার মাঝির ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, ইনানী ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য ‘অপারেশন সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজ এর নেতৃত্বে উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শনিবার ১৮ নভেম্বর আনুমানিক রাত ১টায় কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ২১ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র এলাকা হতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মায়ের দোয়া নামক ফিশিং ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান এবং খাবার সরবরাহ করা হয়। অতঃপর কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে নিয়ে আসা হয়।


তিনি আরও বলেন, পরবর্তীতে, কোস্টগার্ড কর্তৃক ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com