ঝিনাইগাতীতে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনে লটারি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:১১
ঝিনাইগাতীতে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনে লটারি
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ি পঞ্চগ্রাম পূজা মণ্ডপ রাস্তার নিতাই কোচের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।


৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দরপত্র জমা দেয়া ঠিকাদারের উপস্থিতিতে প্রকাশ্যেই এই লটারি হয়।


উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া নিজে লটারি কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ঠিকাদার দিয়ে লটারির ঘুটি ঘোরানো হয়।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৭৪ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ কাজের জন্য লটারিতে প্রথম হয় মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজ, দ্বিতীয় মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ, তৃতীয় এমআর এন্টারপ্রাইজ।


এ সময় উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, গণমাধ্যমকর্মী ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com