'পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে'
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৮:১২
'পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে'
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ ০৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।


নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


কলেজ অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদান আকাশ ছুঁয়েছে।


প্রাথমিক বিদ্যালয়- হাইস্কুল জাতীয়করণ, এমপিওভুক্তি, কলেজ-মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি এখন আলোকিত এক জনপদে পরিণত হয়েছে। সরকারের এই অবদানকে মনে রেখে সামর্থ্যবান নাগরিকদেরকেও শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে হবে।


তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।


এসময় অন্যোন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, সংসদ সদসস্যের বড়ভাই- প্রবীণ শিক্ষাবিদ নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, শিক্ষাবিদ রঞ্জন কুমার চাকমা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতার আলী, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, চেয়ারম্যান লাকী আক্তার, দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক-সাংবাদিক দীলিপ চৌধুরীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com