গাজীপুরে বিস্ফোরণে আহত ৩ পুলিশ ঢামেকে
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ২০:৩২
গাজীপুরে বিস্ফোরণে আহত ৩ পুলিশ ঢামেকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।


আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) প্রবীর (৪৫), নায়েক মোরশেদ আলম খান (৩৫) ও পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭)। এদের মধ্যে ফুয়াদ হাসানের মুখমণ্ডলসহ ডান হাতের কব্জি ক্ষত-বিক্ষত হয়েছে। মোর্শেদের পিঠ, পা ও দুই হাতে এবং প্রবীরের মাথায় ও থুতনিতে আঘাত লেগেছে।


৮ নভেম্বর, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জিএমপি) নন্দিতা আহতদের তিনজনকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুলিটি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মো. আলাউদ্দিন বলেন, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে এক পুলিশ সদস্যের ডান হাতের কব্জি উড়ে গেছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।


ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তার মুখমণ্ডলের পাশাপাশি ডান হাতের কব্জিও ক্ষত-বিক্ষত। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।


এদিকে গাজীপুর বাসন থানার (পরিদর্শক তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিকালের দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় এপিসিতে বিস্ফোরণে তিন পুলিশ আহতর খবর পাওয়া গেছে। তবে কি বিস্ফোরণ হয়েছে তা জানতে পারি নাই। তারা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।


বিবার্তা/বুলবুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com