গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৩ পালন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১৬:৩০
গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৩ পালন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ২০২৩ এবং আইডিবি ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৮ নভেম্বর, বুধবার আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।


আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম খানসহ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।


শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম খান বক্তব্য রাখেন।


এসময় উপস্থিত ছিলেন আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, রতন কুমার সাহা, আমিনুর রহমান, মো: মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান ও অর্থ সম্পাদক হিমেলসহ প্রমুখ।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com