ঘাটাইলে বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে উন্নয়ন ‘মহাসমাবেশ’ অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:৪৭
ঘাটাইলে বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে উন্নয়ন ‘মহাসমাবেশ’ অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে জি.বি.জি কলেজ মাঠে বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী জনগণের সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে ‘উন্নয়ন মহাসমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।


৭ নভেম্বর, মঙ্গলবার বজলুল কাদির রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩২-টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।


আলহাজ্ব আতাউর রহমান খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটাকে আবার পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। ঘাটাইলে কোনো অবরোধ নাই, যানবাহন ঠিকঠাক চলছে।


উক্ত অনুষ্ঠানে ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হীরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন।


তাছাড়া আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিঞ্জু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান ঠাণ্ডু, সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাছুদ, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মিলন, দিঘলকান্তি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটু, দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান, সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ্ বাহার, লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল আমীন আকন্দ হেপলু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার সহ প্রত্যেক ইউনিয়ন আ. লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/রানা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com