
ফিলিস্তিনের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পাবনায় জেলা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ মে, সোমবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রাটি বের হয়ে আলিয়া মাদ্রাসা, বড় ব্রিজ ও শহরের ট্র্যাফিক মোড় হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানান।
বিবার্তা/পলাশ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]