জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে ২ শ্রমিক নিহত
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১০:৫৪
জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে ২ শ্রমিক নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (৫ মে) রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।


নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জীতেন বর্মণ (৪০) ও বড় মানিক গ্রামের ইদ্রিস আলী (৪১)।


আহতরা হলেন- একই উপজেলার সালুয়া গ্রামের উতিন মণ্ডলের ছেলে সুনীল বর্মন (৪৫), আসির উদ্দিনের ছেলে ইসমাইল (৪৩), তানসেনের ছেলে আজিজুল ইসলাম (৪৫) ও আলমগীর (৪০)।


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কয়েকজন শ্রমিক নওগাঁর রানী নগরে ধানকাটা শেষ করে সিএনজি যোগে নিজ বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ফিরছিলেন। এ সময় জয়পুরহাট সদরের দাদড়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন। পরে আহতদের স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com