মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল দিয়েছে যৌথ বাহিনী
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৮:৫২
মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল দিয়েছে যৌথ বাহিনী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের নিরাপত্তা এবং চালকদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে বিশেষ টহল দিয়েছে যৌথ বাহিনী।


১ নভেম্বর, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুই মহাসড়কে গাড়ি বহর নিয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা বিশেষ টহল দেয়।


এ সময় পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা উপ-পরাচালক মো. কামরুজ্জামান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার উদ্দিন ছাড়া বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা ছিলেন।


টহল শেষে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, অবরোধের শুরু থেকে আমরা সবাই মিলে মাঠে কাজ করছি। এই পর্যন্ত কোনো ধরনের প্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথাকথিত অবরোধ থাকলেও সড়কে যানচলাচল করছে। অবরোধের কোন প্রভাব পরেনি।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com