প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৫৫
প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নেতা-কর্মীরা।


২৯ অক্টোবর, রবিবার বিকেলে জেলা জজ কোট চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষে হয়।


বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।


মানবন্ধনে নেতা-কর্মীরা জানান, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা মানে বিচার বিভাগের ওপর আঘাত করা। বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী যারা বিচারপতির বাসভবনে আঘাত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।


প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি জেলা জজকোটের পিপি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাধারণ সদস্য ও অতিরিক্ত জিপি ফজলুল হক, অতিরিক্ত জিপি সুলতানে আলম, সদস্য নুরুল হুদা ও আলী আসমান বিপুল বক্তব্য রাখেন।


এসময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী আইনজীবীদের সাথে একাত্বতা ঘোষণা করেন।


মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নেতা-কর্মীরা অংশ নেন।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com