খাগড়াছড়িতে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৫০
খাগড়াছড়িতে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষকদের ভূমিকা’ স্লোগানে জেলার নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।


২৬ অক্টোবর, বৃহস্পতিবার জেলা শহরের অফিসার্স ক্লাবে এ আয়োজন করা হয়।


দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশ, অতিথি বরণসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


প্রধান অতিথি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটাতে নানামুখী উদ্যোগে বর্তমান শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে জানিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো সকলকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


বক্তব্যকালে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধুর হত্যাসহ বর্তমান সরকারের পথচলা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। এসময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনার এদেশকে এগিয়ে নিতে কাজ করে আজকের উন্নয়নের বাংলা গড়ার কথা তুলে ধরে সরকারের আগামীর পরিকল্পনার কথা জানান।


এসময় তিনি শিক্ষার গোরা পত্তনকারীদের শ্রদ্ধা নিবেদন করে বক্তব্যের সমাপ্তি করেন।


এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসা, পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, ক্যজরী মারমা, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতবৃন্দরা এতে অংশ নেয়।


বক্তারা বলেন, একজন শিশুকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলে শিক্ষকরা। শিক্ষকরা পাড়ে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মান সম্মত শিক্ষাকে এগিয়ে নিতে। শুধু তাই নয়, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হাত দিয়ে এ দেশের নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব নিয়ে কাজ করলেও নানা সমস্যার মধ্য দিয়ে কাটে শিক্ষকদের জীবন। শিক্ষা ব্যবস্থা দুর্বল হলে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাতে পারবে জানিয়ে তাই দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের গুরুত্ব দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষা প্রসারে গুরুত্বারোপ করেন শিক্ষক নেতারা। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের মাধ্যমে শিক্ষার মান এগিয়ে নিতে ৩৩৬ জন শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বক্তারা।


বিবার্তা/মামুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com