মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে
সভাপতি মানিক ও সম্পাদক হুমায়ূন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৬:২৯
মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মানিক শীলকে সভাপতি ও হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


শনিবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার ২৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সহ-সভাপতি পদে ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন।


সহ-সভাপতিরা হলেন- রায়হান আহমেদ শান্ত, নাজিম উদ্দিন, আসলাম হোসেন, খালেকুজ্জামান নোমান, প্রদীপ কুমার শর্মা, মারজুকুর রশীদ, জোবায়েদ্দৌলা রিওন, সোনিয়া আক্তার, সানজিদা হক স্বর্ণা, মেহেদী হাসান খান, মেহেদী হাসান নোবেল ও প্রসেনজিত চৌধুরী।


যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- এমরান হোসেন মামুন, নাহিদুল ইসলাম হিমেল, রানা বাপ্পী, শাওন ঘোষ, লিয়ন হোসেন, এ. এইচ. এম. অপু হোসেন।


সাংগঠনিক সম্পাদকরা হলেন- এ. এফ. এম. সাজ্জাদুল ইসলাম সম্রাট, আবিদুর রহমান, রাফিউল হাসান, কামরুজ্জামান শতাব্দী, রকিবুল হাসান রকি, ফেরদৌস শিকদার, মোহাম্মদ উল্লাহ রাব্বু মিয়া, সাদিক ইকবাল।


এর আগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে গত (২৪ সেপ্টেম্বর) ৬ জন সমন্বয়ক বৃন্দের উপস্থিতিতে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করা হয়। পরে তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com