শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলায় মাদ্রাসা শিক্ষক আটক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৭:৩০
শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলায় মাদ্রাসা শিক্ষক আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হেফজ বিভাগে পড়ুয়া ১২ বছর বয়সের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলার আলহাজ কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো: রাসেল কে আটক করেছে মোংলা থানা পুলিশ।


শনিবার (০৭ অক্টোবর) দুপুরে মোংলার দ্বীগরাজ এলাকা থেকে আটক করা হয় অভিযুক্ত ওই শিক্ষককে । এর আগে শিশু ছাত্রকে তিন মাস যাবৎ বলৎকারের বিষয়টি ৫ অক্টোবর লিখিত ভাবে মোংলা থানাকে অবহিত করে ওই ছাত্রের মামা।


থানায় অভিযোগের কথা শুনে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক রাসেল। শনিবার (০৭ অক্টোবর) স্থানীয় আওয়ামী লীগের এক নেতার মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা করে শিক্ষক রাসেল। আর ওই সমঝোতার জন্য শিশুটির মা ও মামাকে দ্বীগরাজ যেতে বলা হয়। পরে পুলিশের পরামর্শে শিশুটির পরিবার দ্বীগরাজ যায়। সেখান থেকে আটক করা হয় শিক্ষক রাসেলকে।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন আহম্মেদ জানান, গত ৫ অক্টোবর নির্যাতনের শিকার হওয়া শিশুটিকে নিয়ে মোংলা থানায় আসে তার আত্বীয়স্বজন। এর পর শিশুটির বক্তব্য শুনে পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগটি গ্রহণ করি। কিন্তু পালিয়ে থাকার কারণে অভিযুক্ত শিক্ষককে আটক করা যায়নি। আজ সমঝোতার জন্য শিশুটির পরিবারকে দ্বীগরাজ নেওয়া হলে সেখান থেকে শিক্ষক রাসেল কে আটক করা হয়। তিনি আরো জানান, আইনানুগ সকল কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে আটক রাসেল কে কারাগারে পাঠানো হবে।


এদিকে শিশুটির মা জানান, তিনি খুলনার রুপসায় শশুর বাড়িতে থাকেন। গত ৫ অক্টোবর তার শিশু সন্তান কান্নাকাটি করতে করতে তাকে বিষয়টি খুলে বলে। এর পর তিনি তার চাচিকে পাঠিয়ে মাদ্রাসা থেকে সন্তান কে শিশুটির নানার বাড়িতে নিয়ে আসেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাকে বিষয়টি সমঝোতা করার জন্য বিভিন্ন ভাবে চাপ দিচ্ছেন। তিনি নরপিচাশ শিক্ষক রাসেলের দৃষ্টান্তমুলক শাস্তি চান।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com