
রাজবাড়ীর পাংশায় দ্রুতগতির ট্রাক চাপায় মো. হাসান মণ্ডল (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
৩০ এপ্রিল, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের লস্করপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. হাসান মণ্ডল পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মো. আনোয়ার মণ্ডলের ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কৃষি কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ নামের এক ব্যক্তি বলেন, মো. হাসান মণ্ডল ফজরের নামাজ পড়ে বাইসাইকেল নিয়ে রাস্তা পাড় হচ্ছিল। এসময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক হাসানকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার এসআই হাসানুজ্জামান বলেন, দ্রুত গতির ট্রাক চাপায় হাসান মণ্ডলের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তবে ঘাতক ট্রাককে শনাক্ত করা যায়নি।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]