ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:৪১
ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৬ জন ডেঙ্গুরোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জন।


৭ অক্টোবর, শনিবার দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।


মৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈলা গ্রামের বাসিন্দা কনক বসুর স্ত্রী করুনা বসু (৫০), ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া এলাকার ইমনের স্ত্রী ঋতু (২০) ও গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের আলফু শেখের স্ত্রী সালমা (৬৮)।


ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৪৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত কয়েকদিন ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত রোগীদের মৃত্যু হচ্ছে। এখানে মানুষ এখনও ডেঙ্গুকে সিরিয়াসভাবে নেয়নি। এজন্য ডেঙ্গু আক্রান্ত হয়েও তারা হাসপাতালে আসছে না। দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বেড়ে যাওয়ায় আমাদের শেষ মুহূর্তে তেমন কিছু করার সুযোগ থাকে না। এজন্য এই সংকটময় সময়ে সবাইকে সতর্ক হতে হবে।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com