
গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর নেতৃত্বে কাশিয়ানীর আড়কান্দি বাজারে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান-ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
৩০ এপ্রিল, মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এছাড়া একই উপজেলার সিংগা গ্রামে ব্রিজের তলদেশ মাটি ভরাট করে দখল করা সহ খালের জায়গা ভরাট করে দখলের পাঁয়তারা চালানো হচ্ছিল। সেটিও বন্ধ করা হয়।
এসব অবৈধ দখল উচ্ছেদকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, সরকারি অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম বলেন, জেলার যে-সব জায়গায় সরকারি সম্পত্তি অবৈধ দখলদাররা দখলে রেখে ভোগ করে আসছে, সেসব সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে যদি সরকারি কোনো লোক জড়িত থাকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।
বিবার্তা/সঞ্জয়/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]