
রাজবাড়ী বালিয়াকান্দিতে মাটিবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ শেখ (১৭) নামে কিশোর মৃত্যু হয়েছে।
৩০ এপ্রিল, মঙ্গলবার দুপুর সোয়া ১টার সময় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর মহাশ্মশানের নিকট এ দুঘর্টনা ঘটে।
মৃত সবুজ শেখ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আকতার হোসেন শেখের ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহরপুর থেকে বালিয়াকান্দির দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী সবুজ শেখ ও বালিয়াকান্দির দিক থেকে আসা ড্রাম ট্রাক (ফরিদপুর ট-১১ -০৪০৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক বলেন, হাসপাতালে আনার আগেই সবুজ শেখের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]