‘আমরা কখনো বাংলাদেশকে আত্মার সম্পর্কে আলাদা মনে করি না’
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩
‘আমরা কখনো বাংলাদেশকে আত্মার সম্পর্কে আলাদা মনে করি না’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, আমরা কখনো বাংলাদেশকে আত্মার সম্পর্কে আলাদা মনে করি না, যদিও সীমান্তে একটি রেখা বা কাঁটাতারের বেড়া রয়েছে।


২৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে ৪ দিনের বাংলাদেশ সফরে আসার পথে এমন মন্তব্য করেন তিনি।


এসময় প্রতিমা ভৌমিক বলেন, বাংলাদেশের নাটক, সিনেমা, কথাবার্তা, চালচলন, আত্মীয়স্বজন থেকে শুরু করে খাওয়া-দাওয়াসহ সবকিছুতেই আমাদের দারুণ মিল রয়েছে।


এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যারা ত্রিপুরাবাসী রয়েছি-আমাদেরকে বাঙালি বলে ডাকে, আমরা তাতে রাগ করি না। বরং আমরা তাতে গর্ববোধ করি যে, আমাদের নেটিভ জায়গাটি সম্পর্কে পরিচয় করে দেয়।


এ সময় ভারতের সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।


এসময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া, আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন মিশু, সাংবাদিক সাদ্দাম হোসেন, স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com